সমস্ত কাঁচা বাড়ি পাকা করার উদ্যোগ নিল নলহাটি পুরসভা
সংবাদদাতা, রামপুরহাট: প্রতিশ্রুতি মতো এলাকার সমস্ত কাঁচা বাড়ি পাকা করার উদ্যোগ নিল নলহাটি পুরসভা। মঙ্গলবার থেকে হাউজিং ফল অল প্রকল্পে ১৬টি ওয়ার্ডেই বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে। এব্যাপারে নলহাটি পুরসভার চেয়ারম্যান রাজেন্দ্রপ্রসাদ সিং বলেন, পুরভোটের প্রচারে এসে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পুর এলাকার সমস্ত কাঁচা বাড়ি পাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জেলা সভাপতির সেই প্রতিশ্রুতি শুধু যে ভোটারদের প্রভাবিত করার জন্য ছিল না তা বাড়ি নির্মাণের মধ্য দিয়েই প্রমাণ হচ্ছে।
গতবছর নলহাটি পুরসভা নির্বাচনের প্রচারে প্রতিটি সভায় ভোটের পর পুর এলাকার সমস্ত কাঁচা বাড়ি পাকা করার কথা বলেছিলেন অনুব্রত। যা নিয়ে বিরোধীরা সোচ্চার হয়, পাল্টা প্রচারেও নামে তারা। কিন্তু ভোটের ফলাফলে সবুজ শিবির জয়ী হয়। রাজেন্দ্রবাবু বলেন, প্রথম পর্যায়ে ২৩২জনকে পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। সেখানে উপভোক্তরা বসবাস শুরু করেছেন। এদিন থেকে আরও ৭০০টির বেশি বাড়ি তৈরির কাজ শুরু হল। তার অর্থও বরাদ্দ হয়েছে। বাড়ি প্রতি বরাদ্দ তিন লক্ষ ৬৭হাজার টাকা। যার মধ্যে ২৫হাজার টাকা দিতে হচ্ছে উপভোক্তাকে। তিনি বলেন, আগামী পাঁচ বছরে এই পুর এলাকার একটিও বাড়ি কাঁচা থাকবে না।
গতবছর নলহাটি পুরসভা নির্বাচনের প্রচারে প্রতিটি সভায় ভোটের পর পুর এলাকার সমস্ত কাঁচা বাড়ি পাকা করার কথা বলেছিলেন অনুব্রত। যা নিয়ে বিরোধীরা সোচ্চার হয়, পাল্টা প্রচারেও নামে তারা। কিন্তু ভোটের ফলাফলে সবুজ শিবির জয়ী হয়। রাজেন্দ্রবাবু বলেন, প্রথম পর্যায়ে ২৩২জনকে পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। সেখানে উপভোক্তরা বসবাস শুরু করেছেন। এদিন থেকে আরও ৭০০টির বেশি বাড়ি তৈরির কাজ শুরু হল। তার অর্থও বরাদ্দ হয়েছে। বাড়ি প্রতি বরাদ্দ তিন লক্ষ ৬৭হাজার টাকা। যার মধ্যে ২৫হাজার টাকা দিতে হচ্ছে উপভোক্তাকে। তিনি বলেন, আগামী পাঁচ বছরে এই পুর এলাকার একটিও বাড়ি কাঁচা থাকবে না।
Comments
Post a Comment