Skip to main content

ধোনির থেকে অনেক 
কিছু শিখেছি: ঋষভ পন্থ

পারথ, ১১ ডিসেম্বর: প্রাক্তন ভারত অধিনায়ক ও তথা বিশ্বের অন্যতম সেরা ধুরন্ধর উইকেটরক্ষক হিসাবে পরিচিত মহেন্দ্র সিং ধোনিকে দেশের হিরো বললেন ঋষভ পন্থ। অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ১১টি ক্যাচ ধরে বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন তিনি। ১৯৯৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের জ্যাক রাসেল ১১টি ক্যাচ তালুবন্দি করেছিলেন। পরে সেই রেকর্ড স্পর্শ করেন দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্স। ২০১৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে জোহানেসবার্গে। ঋষভ একই সঙ্গে ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির গড়েছেন। তিনি পিছনে ফেলে দিয়েছেন ঋদ্ধিমান সাহাকে (১০টি)।
অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ছ’টি ক্যাচ ধরে ধোনির নজির স্পর্শ করেছিলেন ঋষভ। তিনি বলেছেন, ‘ধোনি দেশের হিরো। ক্রিকেটার হিসাবে, একজন মানুষ হিসাবে আমি ওর থেকে অনেক কিছু শিখেছি। যখনই কোনও সমস্যায় পড়঩ছি, ওঁর সঙ্গে আলোচনা করেছি। তার থেকেও বড় ব্যাপার হল সমস্যার সমাধান হয়েছে চটজলদি। ধোনির কাছাকাছি থাকলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয়, সেটাও ধোনিকে দেখেই শেখা।’

Comments

Popular posts from this blog