Skip to main content
দক্ষিণবঙ্গ
 

দুর্গাপুরে উন্নয়নে ১২০ কোটি টাকা খরচ করছে পুরসভা 

বিএনএ, আসানসোল: প্রায় ১২০কোটি টাকা খরচ করে উন্নয়নের কাজ করছে দুর্গাপুর পুরসভা। শহরের প্রতিটি বেহাল রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে তারা। ইতিমধ্যে বেশ কিছু রাস্তার কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি রাস্তাগুলিও সংস্কারের কাজ চলছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ডিএসপি’র অধীনে থাকা টাউনশিপ এলাকাতেও প্রায় চার কোটি টাকা খরচ করে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।
পুরসভার মেয়র দিলীপ অগস্থি বলেন, শহরের রাস্তা সংস্কারের পাশাপাশি আমরা নিকাশি নালা সংস্কার এবং পথবাতি বসানোর দিকেও জোর দিয়েছি। উন্নয়ন নিয়ে কোনও আপোষ করা হবে না। দরকার হলে আবার টাকা বরাদ্দ করা হবে। 
পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি কর্মী নিয়োগ নিয়ে পুরসভায় ধুন্ধুমার বেধে যায়। অনেকে উন্নয়ন নিয়েও প্রশ্ন তুলেছিল। কিন্তু, পুরকর্তৃপক্ষর দাবি, শহর জুড়ে উন্নয়ন হচ্ছে। আগামীদিনে সুয়ারেজের কাজও শুরু হবে। পাশাপাশি নিকাশি ব্যবস্থাও উন্নতি করা হবে। এই কাজ শেষ হলে দুর্গাপুরের বাসিন্দারা দীর্ঘ দিনের সমস্যা থেকে মুক্তি পাবেন। 

Comments

Popular posts from this blog