Skip to main content

ধরাশায়ী বিজেপির ১৫ বছরের ‘দুর্জয় গড়’
দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ছত্তিশগড়ে ক্ষমতায় ফিরল কংগ্রেস

রায়পুর, ১১ ডিসেম্বর (পিটিআই): ছত্তিশগড়ে ধরাশায়ী বিজেপির ‘দুর্জয় গড়’। ছত্রখান মুখ্যমন্ত্রী রামন সিং ‘মিথ’। ১৫ বছর পর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরল কংগ্রেস। বিজেপির ভরাডুবির দায় নিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রামন সিং। আর কংগ্রেসের এই বিশাল জয়ের জেরে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেল অজিত যোগী ও মায়াবতীর জোট। সরকার গড়ার ক্ষেত্রে বহেনজির সঙ্গে জোট করা কংগ্রেসত্যাগী প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগীর নবগঠিত দলের কোনও ভূমিকাই রইল না।
শুধু দলের ভরাডুবি নয়, ছত্তিশগড়ে হারতে হয়েছে বিজেপি সরকারের একঝাঁক মন্ত্রীকে। তবে জিতেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী রামন সিং। ৯০ আসনের ছত্তিশগড়ে গতবার বিজেপির দখলে ছিল ৪৯টি আসন। এবার তা এক ধাক্কায় কমে হয়েছে ১৩। কংগ্রেসের আসনসংখ্যা ৩৯ থেকে বেড়ে হয়েছে ৬৮। আর মায়াবতীর বিএসপি, সিপিআই ও অজিত যোগীর জনতা কংগ্রেস ছত্তিশগড় (জে)-এর জোট জয়ী হয়েছে ৯টি আসনে। জিতেছেন যোগী নিজেও। ১৮ বছর আগে মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হওয়া এই রাজ্যে গত ১৫ বছর ধরে রামন সিংয়ের নেতৃত্বে ক্ষমতায় ছিল বিজেপি। এবার পুরোপুরি উল্টে গেল বিজেপির যাবতীয় হিসেব।
বিজেপির ভরাডুবির দায় নিয়ে রামন সিং বলেন, রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পেশ করেছি। হারের কারণ খতিয়ে দেখব আমরা। ছত্তিশগড়ে জয়ের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা জানান এই প্রবীণ বিজেপি নেতা। হারের দায় দলের জাতীয় নেতৃত্বের উপর চাপাতে চাননি রামন সিং। তাঁর কথায়, বিধানসভা নির্বাচন হয় রাজ্যের ইস্যুগুলির ভিত্তিতে। দিল্লির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। আসন্ন লোকসভা ভোটে এর কোনও প্রভাব পড়বে না। আর দলের এই বিশাল জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেশ বাঘেল। তাঁর কথায়, মানুষের আশীর্বাদে যে এত বড় জয় আসবে, তা আমরা নিজেরাও প্রত্যাশা করিনি। আমরা ভেবেছিলাম, ৬০টির কাছাকাছি আসনে জয় আসবে। সেই প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে দলের ফলাফল। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে বাঘেলই বড় দাবিদার। মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াইয়ে আছেন বর্তমান বিরোধী দলনেতা টি এস সিং দেও এবং দলিত সাহু সম্প্রদায়ের নেতা ৬৭ বছরের সাংসদ তমরধ্বজ সাহু।
ছত্তিশগড় ভোটে অন্যতম ইস্যু ছিল মাওবাদী হিংসা। তার মোকাবিলায় শাসক দল বিজেপি কতটা সফল, তা ছিল ভোট প্রচারের অন্যতম ইস্যু। বিধানসভা ভোটের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মাওবাদী অধ্যুষিত বস্তার অঞ্চলের সিংহভাগ আসন কংগ্রেসের দখলে গিয়েছে। পাশাপাশি রাজ্যের আদিবাসী ও কৃষকভোটও এবার ঢেলে কংগ্রেসের দিকে গিয়েছে। ‘কমল’ ছেড়ে এবার ‘হাতে’ আস্থা দেখিয়েছেন ছত্তিশগড়ের কৃষক ও আদিবাসী মানুষ। মূলত এই ফ্যাক্টরগুলির জেরেই স্বপ্নভঙ্গ হল ‘চাউলবাবা’ রামন সিংয়ের।

Comments

Popular posts from this blog