Skip to main content
 

 ভারতীয় দলকে সতর্কবার্তা সৌরভের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাডিলেডে প্রথম টেস্ট জয়ের জন্য সৌরভ গাঙ্গুলি অভিনন্দন জানালেন বিরাট কোহলিদের। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন,‘বাকি তিনটি টেস্টেও জয়-পরাজয়ের নিষ্পত্তি হবে। পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া আরও বেশি ভয়ঙ্কর। ওরা সোমবার বেশ লড়াই করেছে। তাই প্রথম টেস্টে জিতলেও বিরাটদের সামনে তীব্র লড়াই।’
অ্যা঩ডিলেডে দুরন্ত টেস্ট জয়ের লগ্নে শচীন তেন্ডুলকরের মনে পড়ছে ১৫ বছর আগেকার কথা। ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় ভারত টেস্ট জিতেছিল রাহুল দ্রাবিড় ও অজিত আগরকরের দুর্দান্ত পারফরম্যান্সে। দেশের প্রাক্তন অধিনায়ক শচীন তেন্ডুলকর টুইট করে বিরাট কোহলিদের অভিনন্দন জানানোর পাশাপাশি ২০০৩ সালের টেস্ট জয়ের কথাও বলছেন। শচীন বিশেষভাবে উল্লেখ করেছেন চেতেশ্বর পুজারার কথাও। ভিভিএস লক্ষ্ণণ, বীরেন্দ্র সেওয়াগের পাশাপাশি মাইকেল ক্লার্ক, শেন ওয়ার্ন, মিচেল জনসনরাও বিরাট অ্যান্ড কোম্পানিকে অভিনন্দন জানিয়েছেন।
বিনোদ রাইয়ের অভিনন্দন: অ্যাডিলেডে প্রথম টেস্ট জেতার জন্য বিরাট কোহলিসহ ভারতীয় দলের অন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই। তিনি তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের প্রশংসাই করেন। বিনোদ রাইয়ের প্রশংসা কি ৫০-৫০ ফরম্যাটের বিশ্বকাপের আগে ধোনিকে আরও চাপে ফেলে দেবে? তবে উইকেটের পিছনে ১১টি ‘শিকার’ ধরে নজর কাড়লেও দুই ইনিংসেই দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হয়েছেন।

Comments

Popular posts from this blog