আংটি বদল হল তিরন্দাজ
দীপিকা ও অতনুর
রাঁচি, ১১ ডিসেম্বর: এই মাসের ১৬ তারিখ বিয়ে ‘ব্যাডমিন্টন জুটি’ পারুপল্লী কাশ্যপ ও সাইনা নেহওয়ালের। আর আগামী বছর ভারতের আর এক ‘স্পোর্টস জুড়ি’ তিরন্দাজ অতনু দাস ও দীপিকা কুমারি শুভ পরিণয়ে আবদ্ধ হতে চলেছেন। সোমবার দুই তিরন্দাজের মধ্যে আঙটি বদল হয়ে গেল। এই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে।
২৪ বছর বয়সী ভারতের তারকা তিরন্দাজ দীপিকাকে এদিন অনুষ্ঠানে বেশ ঝকঝকে লাগছিল। ক্রিম ও সবুজ রঙের ‘লেহেঙ্গা-চূর্ণি’ ছিল তাঁর পরনে। আর ২৬ বছর বয়সী অতনুর পরনে ছিল নীল ও ক্রিম রঙের রাজকীয় বেশ। সোমবার দীপিকার বাড়ি রাতু-ছাত্তির বাড়িতেই এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা ও তাঁর স্ত্রী মীরা মুন্ডা।
এদিন অনুষ্ঠানের পর ভারতের দুই তিরন্দাজ দম্পতি মিডিয়াকে বলেন, ‘আগামী বছর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই সময় ওলিম্পিকসের বাছাই পর্ব রয়েছে। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ের অনুষ্ঠান আগামী বছর নভেম্বরে করব।’ দীপিকা ও অতনু, দু’জনেই রিও ওলিম্পিকসে গিয়েছিলেন।
দু’বারের ওলিম্পিয়ান দীপিকা একদা র্যা ঙ্কিংয়ে একনম্বরে ছিলেন। এখন তিনি রয়েছেন পাঁচে। বিশ্বকাপ ফাইনাল পর্বে তিনটি রুপো ও একটি ব্রোঞ্জ পেলেও এখনও ওলিম্পিকসের যোগ্যতা মান পেরতে পারেননি দীপিকা। কলকাতার ছেলে অতনু দাস বিশ্ব র্যা ঙ্কিংয়ে ১৭ নম্বরে রয়েছেন। ভারতের রিকার্ভ টিমের তিনি নিয়মিত সদস্য। যদিও জাকার্তা এশিয়াড থেকে তিনি শূন্য হাতে ফিরেছেন।
২৪ বছর বয়সী ভারতের তারকা তিরন্দাজ দীপিকাকে এদিন অনুষ্ঠানে বেশ ঝকঝকে লাগছিল। ক্রিম ও সবুজ রঙের ‘লেহেঙ্গা-চূর্ণি’ ছিল তাঁর পরনে। আর ২৬ বছর বয়সী অতনুর পরনে ছিল নীল ও ক্রিম রঙের রাজকীয় বেশ। সোমবার দীপিকার বাড়ি রাতু-ছাত্তির বাড়িতেই এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা ও তাঁর স্ত্রী মীরা মুন্ডা।
এদিন অনুষ্ঠানের পর ভারতের দুই তিরন্দাজ দম্পতি মিডিয়াকে বলেন, ‘আগামী বছর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই সময় ওলিম্পিকসের বাছাই পর্ব রয়েছে। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ের অনুষ্ঠান আগামী বছর নভেম্বরে করব।’ দীপিকা ও অতনু, দু’জনেই রিও ওলিম্পিকসে গিয়েছিলেন।
দু’বারের ওলিম্পিয়ান দীপিকা একদা র্যা ঙ্কিংয়ে একনম্বরে ছিলেন। এখন তিনি রয়েছেন পাঁচে। বিশ্বকাপ ফাইনাল পর্বে তিনটি রুপো ও একটি ব্রোঞ্জ পেলেও এখনও ওলিম্পিকসের যোগ্যতা মান পেরতে পারেননি দীপিকা। কলকাতার ছেলে অতনু দাস বিশ্ব র্যা ঙ্কিংয়ে ১৭ নম্বরে রয়েছেন। ভারতের রিকার্ভ টিমের তিনি নিয়মিত সদস্য। যদিও জাকার্তা এশিয়াড থেকে তিনি শূন্য হাতে ফিরেছেন।
Comments
Post a Comment