Skip to main content

 পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপির ভরাডুবি, কে কী বললেন?

 মন্দির-মসজিদের রাজনীতি প্রত্যাখ্যান করেছে মানুষ, বিজেপিকে খোঁচা মুফতির
শ্রীনগর, ১১ ডিসেম্বর: রাজনৈতিক সচেতনতা বাড়ায় মন্দির-মসজিদের রাজনীতি প্রত্যাখ্যান করেছে মানুষ। পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেসের সাফল্য এবং বিজেপির ভরাডুবি প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। একদা জোটসঙ্গী বিজেপির বিপর্যয়ের কথা উল্লেখ করে ট্যুইটারে পিডিপি নেত্রী লিখেছেন, ‘রাজ্যবাসী মন্দির-মসজিদের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। ভোটের (পাঁচ রাজ্যের) ফল প্রমাণ দিচ্ছে, ভারতে রাজনৈতিক সচেতনতা বাড়ছে।’
হিন্দি হৃদয়ে প্রভাব হারিয়েছে বিজেপি, বললেন রজনীকান্ত
চেন্নাই, ১১ ডিসেম্বর (পিটিআই): হিন্দি বলয়ে বিজেপি তার প্রভাব হারিয়েছে। ছত্তিশগড়, রাজস্থানে ভরাডুবি এবং মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই প্রসঙ্গে এভাবেই মুখ খুললেন তামিল সুপারস্টার রজনীকান্ত। পাশাপাশি, ভোটের এই ফল শাসক বিজেপির কাছে ‘বড় ধাক্কা’ দাবি করে ‘মাকাল নিধি মায়াম’ দলের প্রধান কমল হাসান বলেছেন, ‘নতুন শুরুর লক্ষণ। এটাই জনতার বিচার।’ একইসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আটকাতে জোট নিয়েও পরোক্ষভাবে মুখ খুলেছেন রজনীকান্ত। তিনি বলেন, ‘যখন ১০ জন কোনও একজন ব্যক্তির বিরুদ্ধে যান, তখন কাকে শক্তিশালী বলবেন? ওই ১০ জন, নাকি তাঁরা যে ব্যক্তির বিরুদ্ধে গিয়েছেন সেই তিনি!’
বিজেপিকে কৃষক সমস্যা ভালোভাবে পর্যালোচনা করতে হবে: অকালি দল
চণ্ডীগড়, ১১ ডিসেম্বর (পিটিআই): বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কৃষকদের সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করতে হবে। পাঁচ রাজ্যে বিজেপির খারাপ ফলের পরিপ্রেক্ষিতে সতর্কতা পাঞ্জাবের জোটসঙ্গী শিরোমণি অকালি দলের। তিন বিজেপিশাসিত রাজ্যে প্রতিষ্ঠান বিরোধিতাও বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে দাবি করে অকালি দলের এমপি প্রফেসর প্রেম সিং চন্দুমাজরা বলেন, ‘এই ভোটে দু-তিনটি ইস্যু রয়েছে। প্রতিষ্ঠান বিরোধিতা তো ছিলই। সেইসঙ্গে কৃষকদের সমস্যার বিষয়টি কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের বিজেপি সরকারের গুরুত্ব দিয়ে দেখা উচিত। কৃষকদের স্বার্থে সংশ্লিষ্ট প্রকল্পগুলি যাতে তৃণমূল স্তর পর্যন্ত চালু হয়, সে ব্যাপারটি সুনশ্চিত করতে হবে।’


মোদি সরকারের পতন শুরু: কেজরিওয়াল
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (পিটিআই): নরেন্দ্র মোদি সরকারের পতন শুরু হয়েছে। হিন্দি বলয়ে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে এভাবেই আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার হিন্দিতে তাঁর ট্যুইট, ‘মোদি সরকারের পতন শুরু হয়েছে।’
এই ফল দেশের মনোভাবের
পরিচয়: নবীন পট্টনায়েক
ভুবনেশ্বর, ১১ ডিসেম্বর: পাঁচ রাজ্যের ভোটের ফল দেশের প্রকৃত মনোভাবের পরিচয় দিয়েছে। কংগ্রেস ও এমএনএফ-কে অভিনন্দন জানিয়ে এমনই মন্তব্য করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। পাশাপাশি, কৃষকদের ঋণ সমস্যা নিয়ে স্বামীনাথন কমিটির রিপোর্ট উপেক্ষা করার জন্যই বিজেপির এই ভরাডুবি বলেও দাবি করেছেন বিজেডি সুপ্রিমো।

Comments

Popular posts from this blog