জোট না মোদি ম্যাজিক?
২০১৯ কোন পথেপাঁচ রাজ্যের ভোটের ফলই উস্কে দিল জল্পনা
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: তিন রাজ্যে পরাজয়ে বিজেপির কাছে সবথেকে বিপজ্জনক বার্তা হল তাঁদের একমাত্র ক্রাউডপুলার নরেন্দ্র মোদি আর একা যথেষ্ট নয় ভোটে জয়ের ক্ষেত্রে। ২০১৪ সালের পর ঠিক এই মিথই প্রতিষ্ঠিত হয়েছিল। যে রাজ্যেই নির্বাচন হয়েছে সেখানেই বিজেপি অনায়াসে জয়ী হয়েছে এক ও একমাত্র মোদি ম্যাজিকের জোরে। দেখা গিয়েছে হারা ম্যাচ মোদি একাই জিতিয়ে দিয়েছেন। রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকারের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছে। সুতরাং রাজস্থানে বিজেপি হারবে। এই আভাস ছিল সর্বত্রই। কিন্তু বিজেপি নিশ্চিত ছিল খাদের কিনারা থেকে দলকে ফের সরকারে বসাতে পারেন নরেন্দ্র মোদি। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দুই মু্খ্যমন্ত্রী অত্যন্ত জনপ্রিয়। তাঁরা টানা ১৫ বছর সরকারে থাকার কারণে যদি কিছু বিরোধী মনোভাব জণগণের মধ্যে তৈরি হয়েও থাকে, সেটা অন্তর্হিত করার জন্য আছেন একজনই। নরেন্দ্র মোদি। সুতরাং এই তিন রাজ্যে মোদি একটানা সভা করলেন। কিন্তু আজকের ফলাফল স্পষ্ট বার্তা দিয়েছে, মোদি একা আর কোনও নির্বাচন জেতাতে পারছেন না। তাই নোটবাতিল, রাফাল, কৃষক সঙ্কট, দলিতদের ক্রোধ, ব্যাঙ্কিং কেলেঙ্কারি, কর্মসংস্থানের অভাব ইত্যাদি ক্ষোভবিক্ষোভ নয়। বিজেপির কাছে সবথেকে বড় ক্ষতি হল এই বার্তাটি, যে মোদি আর একক ক্ষমতায় ভোটে জয় এনে দিতে পারছেন না।
আর এটাই সবচেয়ে বিপজ্জনক! কারণ বিরোধী জোটের সঙ্গে বিজেপির প্রধান পার্থক্য এতদিন ধরে ছিল এটাই। বিজেপির কাছে মোদি আছেন। বিরোধীদের কাছে তেমন প্রভাবশালী মুখ নেই। বিজেপি লাগাতার প্রচার করেছে মোদি বনাম বাকিরা। আজ সরকার বাঁচাতে না পেরে বিজেপির অন্দরে তাই যে সংশয় তৈরি হচ্ছে সেটি হল আগামী লোকসভা ভোটে মোদি বনাম বিরোধী জোটের লড়াইয়ে কি নিশ্চিতভাবে বলা সম্ভব যে মোদিই জিতবেন? কারণ দেখা গিয়েছে রাজ্যে রাজ্যে যখনই বিজেপি বিরোধীদের জোট হয় তখনই বিজেপি পরাজিত হয়। উত্তরপ্রদেশের উপনির্বাচন, কর্ণাটকের ভোটে এই প্রবণতা দেখা গিয়েছে। সুতরাং আগামী লোকসভা ভোটে একইভাবে উত্তরপ্রদেশে যখন জোট লড়াই করবে তখন আর সিংহভাগ আসনে জয় আসবে না। মোদি বনাম বিরোধী জোটের লড়াইয়ের ফল ঘিরে জল্পনায় তাই আজ থেকেই রাজধানী সরগরম।
বলাই বাহুল্য, ২০১৯ সালের ভোটের দেওয়াল লিখন অত্যন্ত স্পষ্ট। আজ হিন্দি বলয়ের তিন রাজ্যে পরাজয়ের পর বিজেপির উদ্বেগ লোকসভা ভোটে বাড়তি আসন আসবে কোথা থেকে? মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় থেকে দু-একটি বাদ দিলে প্রায় সব আসনই জিতেছিল বিজেপি ২০১৪ সালে। আজ এই তিন রাজ্যের পরাজয় থেকে স্পষ্ট আগামী লোকসভা ভোটে এই রাজ্যগুলি সেই আসন আর দেবে না। উত্তরপ্রদেশে জোট হলে বিজেপি একাই ৭৩টি আসন পাবে না। তাহলে গরিষ্ঠতা কোথা থেকে আসবে? অন্যদিকে আজ এই তিন রাজ্যে পরাজয়ের ফলে আপাতত মোদির সবথেকে বড় চ্যালেঞ্জ হবে এনডিএ জোটকে অটুট রাখা। কারণ মোদি ম্যাজিক দুর্বল হয়ে গিয়েছে, এই বার্তা এনডিএ’র শরিকদের বাড়তি শক্তি দেবে। তারা এতদিন নীরব ছিলেন। এবার সুযোগ বুঝে জোট ছেড়েও দিতে পারেন। যোগ দিতে পারেন বিরোধী শিবিরে। সব মিলিয়ে লোকসভা ভোটে বিজেপি থাকবে ব্যাকফুটে। কারণ ভোটব্যাঙ্ক ভাঙছে। কমছে মোদির ম্যাজিকও। এটাই দ্বিগুণ চিন্তা।
আর এটাই সবচেয়ে বিপজ্জনক! কারণ বিরোধী জোটের সঙ্গে বিজেপির প্রধান পার্থক্য এতদিন ধরে ছিল এটাই। বিজেপির কাছে মোদি আছেন। বিরোধীদের কাছে তেমন প্রভাবশালী মুখ নেই। বিজেপি লাগাতার প্রচার করেছে মোদি বনাম বাকিরা। আজ সরকার বাঁচাতে না পেরে বিজেপির অন্দরে তাই যে সংশয় তৈরি হচ্ছে সেটি হল আগামী লোকসভা ভোটে মোদি বনাম বিরোধী জোটের লড়াইয়ে কি নিশ্চিতভাবে বলা সম্ভব যে মোদিই জিতবেন? কারণ দেখা গিয়েছে রাজ্যে রাজ্যে যখনই বিজেপি বিরোধীদের জোট হয় তখনই বিজেপি পরাজিত হয়। উত্তরপ্রদেশের উপনির্বাচন, কর্ণাটকের ভোটে এই প্রবণতা দেখা গিয়েছে। সুতরাং আগামী লোকসভা ভোটে একইভাবে উত্তরপ্রদেশে যখন জোট লড়াই করবে তখন আর সিংহভাগ আসনে জয় আসবে না। মোদি বনাম বিরোধী জোটের লড়াইয়ের ফল ঘিরে জল্পনায় তাই আজ থেকেই রাজধানী সরগরম।
বলাই বাহুল্য, ২০১৯ সালের ভোটের দেওয়াল লিখন অত্যন্ত স্পষ্ট। আজ হিন্দি বলয়ের তিন রাজ্যে পরাজয়ের পর বিজেপির উদ্বেগ লোকসভা ভোটে বাড়তি আসন আসবে কোথা থেকে? মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় থেকে দু-একটি বাদ দিলে প্রায় সব আসনই জিতেছিল বিজেপি ২০১৪ সালে। আজ এই তিন রাজ্যের পরাজয় থেকে স্পষ্ট আগামী লোকসভা ভোটে এই রাজ্যগুলি সেই আসন আর দেবে না। উত্তরপ্রদেশে জোট হলে বিজেপি একাই ৭৩টি আসন পাবে না। তাহলে গরিষ্ঠতা কোথা থেকে আসবে? অন্যদিকে আজ এই তিন রাজ্যে পরাজয়ের ফলে আপাতত মোদির সবথেকে বড় চ্যালেঞ্জ হবে এনডিএ জোটকে অটুট রাখা। কারণ মোদি ম্যাজিক দুর্বল হয়ে গিয়েছে, এই বার্তা এনডিএ’র শরিকদের বাড়তি শক্তি দেবে। তারা এতদিন নীরব ছিলেন। এবার সুযোগ বুঝে জোট ছেড়েও দিতে পারেন। যোগ দিতে পারেন বিরোধী শিবিরে। সব মিলিয়ে লোকসভা ভোটে বিজেপি থাকবে ব্যাকফুটে। কারণ ভোটব্যাঙ্ক ভাঙছে। কমছে মোদির ম্যাজিকও। এটাই দ্বিগুণ চিন্তা।
Comments
Post a Comment